ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম কোনটি?

A অ্যামাইলেজ

B থ্রম্বিন

C ফাইসিন

D ট্রিপসিন

Solution

Correct Answer: Option D

ক্ষত নিরাময়ে প্রধানত সহায়ক ভূমিকা পালন করে ট্রিপসিন এনজাইম। এটি প্রোটিওলাইটিক এনজাইম, যা মৃত টিস্যু ও জমে থাকা প্রোটিন ভেঙে ফেলে এবং ক্ষতের আশেপাশের অপ্রয়োজনীয় আবর্জনা পরিষ্কার করে। এর ফলে নতুন কোষ জন্মাতে সুবিধা হয় ও ক্ষত দ্রুত নিরাময়ের পরিবেশ তৈরি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions