লক্ষণ মাণিক্য কে ছিলেন?

A মুঘল সম্রাট

B বার ভূঁইয়াদের অন্যতম

C একজন কবি

D বিখ্যাত শিক্ষাবিদ

Solution

Correct Answer: Option B

- লক্ষণ মাণিক্য ছিলেন বার ভূঁইয়াদের অন্যতম।
- ষোড়শ শতকের শেষভাগে তিনি বৃহত্তর নোয়াখালী জেলার দক্ষিণ অংশে অবস্থিত ভুলুয়ার শাসনকর্তা ছিলেন।
- তিনি ছিলেন ভুলুয়ার সবচেয়ে প্রসিদ্ধ শাসক।
- তিনি ত্রিপুরার শক্তিশালী সামন্ত ছিলেন এবং বার ভূঁইয়াদের অন্যতম নেতা হিসেবে পরিচিত।
- তিনি একজন বীরযোদ্ধা ছিলেন এবং বার ভূঁইয়ার অন্যতম নায়ক হিসেবে পরিচিত ছিলেন।
- লক্ষণ মাণিক্যকে চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র বসু কৌশলে বন্দি করে হত্যা করেন।
- তার মৃত্যুর পর তার পুত্র অনন্তমানিক্য ভুলুয়ার রাজা হন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions