যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ বুঝায় তাকে কোন ধরনের শব্দ বলে?

A যৌগিক শব্দ

B রূঢ়ি শব্দ

C যোগরূঢ়

D মৌলিক

Solution

Correct Answer: Option B

- যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে।
- যেসব শব্দের বুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই সেগুলোকে যৌগিক শব্দ বলে। স
- মাস নিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে।
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions