Solution
Correct Answer: Option A
- বোসন (Boson) হল এক প্রকার মৌলিক কণা।
- মৌলিক কণা সেই কণাগুলোকে বলা হয় যা অন্য কোনো ছোট কণা দিয়ে গঠিত নয়।
- বোসন কণাগুলো পূর্ণসংখ্যক স্পিন (0, 1, 2, ...) ধারণ করে এবং বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে।
- বোসন কণাগুলো মৌলিক বল বহনকারী কণা হিসেবেও পরিচিত।
- প্রকৃতির চারটি মৌলিক বল - সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িতচৌম্বক বল এবং মহাকর্ষ বল এই বোসন কণাগুলোর মাধ্যমেই কাজ করে।