Solution
Correct Answer: Option B
- মেসোজোয়িক মহাযুগকে 'সরীসৃপের যুগ' বা ডাইনোসরের যুগ বলা হয়।
- এই যুগটি প্রায় ২৫২ মিলিয়ন বছর আগে শুরু হয়ে ৬৬ মিলিয়ন বছর আগে শেষ হয়েছিল।
- ডাইনোসররা এই যুগের তিনটি পর্ব - ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস জুড়ে পৃথিবীতে বিচরণ করেছিল।
- পেলিওজোয়িক মহাযুগ ছিল ডাইনোসরের আবির্ভাবের আগের যুগ এবং সিনোজোয়িক মহাযুগ হলো ডাইনোসরের বিলুপ্তির পরের যুগ, যা 'স্তন্যপায়ীর যুগ' নামে পরিচিত।