রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
Solution
Correct Answer: Option B
একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা এই গোটা ব্যবস্থা মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। এটাকে রেফ্রিজারেন্ট বলে। এই রাসায়নিক পদার্থ হিসেবে ইউজ করা হয় ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন বা টেট্রাফ্লুরোইথেন, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন অথবা হাইড্রোফ্লুরোকার্বন।
• রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রেয়ন ও অ্যামোনিয়া।
• রেফ্রিজারেটরে কম্প্রেসারের কাজ ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো।
• রেফ্রিজারেটরে কনেডেনসারের কাজ ফ্রেয়নকে ঘনীভূত করা।
• রেফ্রিজারেটরে ইভাপোরেটরের কাজ ফ্রেয়নকে বাস্পীভূত করা।