কর্কটক্রান্তি ও মকরক্রান্তি মধ্যবর্তী অঞ্চল হচ্ছে-

 

A উষ্ণমন্ডল

B হিমমণ্ডল

C আপেক্ষিকমন্ডল

D নিরক্ষীয় মন্ডল

Solution

Correct Answer: Option D

• ভৌগোলিকভাবে পৃথিবীর পূর্ব-পশ্চিমে তিনটি রেখা এবং উত্তর-দক্ষিণে চারটি রেখা বিস্তৃত আছে।
• পূর্ব-পশ্চিমের তিনটি রেখা হলো- কর্কটক্রান্তি, মকরক্রান্তি ও বিষুব রেখা।
• নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি।
• অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি ।
• কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল।
• বাংলাদেশে কুমিল্লা, মুন্সীগঞ্জ, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে এ রেখা অতিক্রম করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions