পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্টি হয়-

A ঋতু পরিবর্তন

B সৌরবছর

C দিবারাত্রির সংঘটন

D দিবারাত্রির হ্রাসবৃদ্ধি

Solution

Correct Answer: Option C

পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট গতি আবর্তিত হচ্ছে যা আহ্নিক গতি নামে পরিচিত।
আহ্নিক গতির ফলাফল
- পৃথিবীতে দিবারাত্র সংঘটন
- বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি
- উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি
- জোয়ার-ভাঁটা সৃষ্টি
- সময় গণনা বা সময় নির্ধারণ
- তাপমাত্রার তারতম্য সৃষ্টি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions