Solution
Correct Answer: Option A
⇒ সৌরজগতে বর্তমানে স্বীকৃত গ্রহের সংখ্যা ৮টি।
⇒ সূর্যের নিকটতম থেকে দূরতম ক্রম অনুযায়ী গ্রহগুলো হলো: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
⇒ আগে প্লুটোকে (Pluto) নবম গ্রহ ধরা হতো, কিন্তু ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (IAU) প্লুটোকে ‘বামন গ্রহ’ বা Dwarf Planet হিসেবে ঘোষণা করে। তাই এখন মূল গ্রহ ৮টি।