মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

A হেস

B গোল্ডস্টাইন

C রাদারফোর্ড

D আইনস্টাইন

Solution

Correct Answer: Option A

⇒ ভিক্টর ফ্রান্সিস হেস (Victor Francis Hess) ১৯১২ সালে বেলুনে চড়ে একটি পরীক্ষা চালান। তিনি লক্ষ্য করেন যে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, তেজস্ক্রিয়তার মাত্রা তত বাড়তে থাকে।
⇒ তিনি সিদ্ধান্তে আসেন যে, এই বিকিরণ বা রশ্মি পৃথিবী থেকে নয়, বরং মহাকাশ থেকে আসছে। একেই ‘মহাজাগতিক রশ্মি’ বা Cosmic Ray বলা হয়।
⇒ এই যুগান্তকারী আবিষ্কারের জন্য ভিক্টর হেস ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
⇒ অন্যদিকে, রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের জন্য এবং আইনস্টাইন আলোক-তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার জন্য বিখ্যাত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions