ফারসি শব্দঃ- বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়।
- ইসলাম ধর্মসংক্রান্ত: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
- প্রশাসনিকঃ আইন, জবানবন্দি, তারিখ, দফতর, দরবার, দস্তখত,
নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর ইত্যাদি।
ফরাসি ভাষার কয়েকটি শব্দ—কুপন, ডিপো, রেস্তোরাঁ।
'নালিশ' শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে তাই অপশনে সঠিক উত্তর না থাকায় সঠিক উত্তর হবে- কোনোটিই নয়।