'চর্যাপদ' কোন ছন্দে লেখা?
A অক্ষরবৃত্ত
B মাত্রাবৃত্ত
C স্বরবৃত্ত
D অমিত্রাক্ষর ছন্দ
Solution
Correct Answer: Option B
চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন ।হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিস্কার করেন। এটি সন্ধ্যা বা সান্ধ্য ভাষা রা আলো আধারিত ভাষায় এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত