হাইড্রা কোন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন এবং রেচন সম্পন্ন করে?
Solution
Correct Answer: Option B
- হাইড্রা তার দেহতলের মাধ্যমে ব্যাপন (Diffusion) প্রক্রিয়ায় রেচন ও শ্বসন সম্পন্ন করে।
- Hydra আবিষ্কার করেন আব্রাহাম ট্রেম্বলে, কিন্তু এর নামকরণ করেন বিজ্ঞানী লিনিয়াস।
- Hydra স্বাধীন মুক্তজীবী ও মাংসাশী প্রাণী।
- Hydra মিঠা পানিতে নিমজ্জিত কঠিন বস্তু ও জলজ উদ্ভিদের পাতার নিচের পৃষ্ঠে ঝুলন্ত অবস্থায় আটকে থাকে।
- কর্ষিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ, দেহের সংকোচন, প্রসারণ ও চলাচল সম্পন্ন করে থাকে।
- হাইড্রা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে।
- মুকুলোদগম ও দ্বিবিভাজনের সাহায্যে অযৌন জনন এবং জননকোষ সৃষ্টি করে যৌন জনন সম্পন্ন করে।
- Hydra মিঠাপানির প্রাণী।
- এরা সাধারণত খাল, বিল, পুকুর, হ্রদ, ডোবা, ঝর্ণার পানিতে বাস করে।
- ঘোলা পানিতে এদের কম পাওয়া গেলেও পরিস্কার, অপেক্ষাকৃত শীতল এবং স্রোতহীন পানিতে এদেরকে তুলনামূলক বেশি পাওয়া যায়।
- চলাচলে সক্ষম হলেও Hydra অধিকাংশ সময়ই পানিতে অবস্থিত কোন বস্তুকে অবলম্বন করে বেঁচে থাকে।
- অনেক সময় এরা ভাসমান পত্রখণ্ড সংলগ্ন হয়ে পানিতে নিম্নমুখী অবস্থায় ঝুলতে থাকে।
উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।