Solution
Correct Answer: Option A
• কৃৎ প্রত্যয়:
যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে।
আর কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে বলে কৃদন্ত শব্দ। (অর্থাৎ যার অন্তে বা শেষে কৃৎ প্রত্যয় আছে) ।
যেমন: ‘আভাসিত’ শব্দটির প্রত্যয় আ + √ ভাসি + ত। কৃৎ প্রত্যয়ে ধাতুর আগে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন √ বসে।
অন্যদিকে, তদ্ধিত প্রত্যয় হল এমন কিছু শব্দ বা শব্দাংশ যা কোনো শব্দ বা শব্দের প্রকৃতির শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, যা মূলত বিশেষ্য, বিশেষণ বা সর্বনামের মতো শব্দ তৈরি করে। যেমন, "পঠ + অক" = "পাঠক" বা "দিন + ইক" = "দৈনিক"
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়:
- তেজঃ + বিন = তেজস্বী,
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।