নামপদ বা ধাতুর পিছনে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে -
A উপসর্গ
B প্রত্যয়
C ধাতু
D বিদ্রূপ
Solution
Correct Answer: Option B
- যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল এবং প্রাতিপদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
- প্রত্যয় দুই প্রকার: ১.তদ্ধিত প্রত্যয়, ২.কৃৎ প্রত্যয়।