'ইচ্ছা' বিশেষ্যের সংশ্লিষ্ট বিশেষণের রূপ কোনটি?
Solution
Correct Answer: Option A
বিশেষণ হলো এমন একটি পদ, যা বিশেষ্য বা সর্বনামের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। 'ইচ্ছা' শব্দটি একটি বিশেষ্য, যার অর্থ অভিলাষ বা বাসনা। এর থেকে উদ্ভূত বিশেষণ হলো 'ঐচ্ছিক', যার অর্থ "ইচ্ছার উপর নির্ভরশীল" বা "যা ইচ্ছা অনুযায়ী করা যায়।"