আকবরের শাসনামলের শেষ বাংলার সুবাদার হিসেবে কে পরিচিত ছিলেন?
Solution
Correct Answer: Option A
- সম্রাট আকবরের শাসনামলে (১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ) বাংলায় বেশ কয়েকজন সুবাদার নিযুক্ত হয়েছিলেন।
- রাজা মানসিংহ ছিলেন আকবরের অন্যতম বিশ্বস্ত সেনাপতি এবং তিনি ১৫৯৪ থেকে ১৬০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব পালন করেন।
- যেহেতু আকবরের শাসনকাল ১৬০৫ খ্রিস্টাব্দে শেষ হয়েছিল, তাই মানসিংহকে আকবরের শাসনামলের শেষ দিকের গুরুত্বপূর্ণ সুবাদার হিসেবে গণ্য করা হয়।
- তার পরে অবশ্য জাহাঙ্গীর কুলি বেগ এবং ইসলাম খান চিশতি বাংলার সুবাদার নিযুক্ত হন, কিন্তু তারা আকবরের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীরের আমলে দায়িত্ব নেন।