Solution
Correct Answer: Option A
- 'শিয়রে শমন' বাগধারাটির অর্থ - মৃত্যু আসন্ন।
অন্য অপশনঃ
- ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
- ‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ– আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ।
উভয়সংকট এর কিছু বাগধারা:
• ‘শ্যাম রাখি না কুল রাখি’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘শাঁখের করাত’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘দুই নৌকায় পা’ বাগধারার অর্থ - উভয়সংকট।