'কবর' কবিতা ও 'কবর' নাটকের রচয়িতা যথাক্রমে-

A কাজী নজরুল ইসলাম ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

B রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়

C শামসুর রাহমান ও জহির রায়হান

D জসীম উদদীন ও মুনীর চৌধুরী

Solution

Correct Answer: Option D

জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' এর ১৮ টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'কবর ' এটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় ।জসীমউদ্দীনের কলেজে অধ্যয়নকালে কবিতাটি রচননা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮ টি পঙক্তি আছে ।প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতি চারণ 'কবর ' কবিতার মূল বিষয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions