Solution
Correct Answer: Option B
- "Act" একটি সাধারণ ক্রিয়া যার অর্থ "কর্ম করা" বা "কোনো কাজ সম্পাদন করা"।
- ইংরেজি ক্রিয়ার ক্ষেত্রে, past form হলো সেই রূপ যা অতীতে ঘটে যাওয়া কাজ বা ঘটনাকে নির্দেশ করে।
- "Act" এর past form হল "Acted" যা অতীত কাল বোঝায়।
- অন্য অপশনগুলো ভুল কারণ:
- "Enact" মানে হলো আইন প্রণয়ন করা বা কোন কিছু কার্যকর করা, এটি একটি ভিন্ন ক্রিয়া এবং past form নয়।
- "Action" একটি noun (সর্বনাম) অর্থাৎ কাজ বা কার্যক্রম, এটি ক্রিয়ার রূপ নয়।
- "Acting" present participle বা continuous tense এ ব্যবহৃত রূপ, অর্থাৎ কাজটি চলমান অবস্থায় বোঝায়।
সুতরাং, past form হিসেবে সঠিক উত্তর হলো Acted। Added by Zia