জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ-
A এদের মূলে অনেক বায়ুকুঠুরী আছে
B এদের কান্ড পাতার তুলনায় হালকা
C এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
- জলজ উদ্ভিদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী (air chambers) থাকে, যা তাদের দেহকে হালকা করে এবং পানির উপরে ভেসে থাকতে সহায়তা করে।
- এই বায়ুকুঠুরীগুলো উদ্ভিদের ভেতরে বাতাস ধরে রাখে, ফলে তারা সহজে ডুবে না গিয়ে পানির উপর ভেসে থাকতে পারে।