ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
A সমকোণী
B স্থুলকোণী
C সমবাহু
D সূক্ষ্মকোণী
Solution
Correct Answer: Option A
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। সুতারাং ১টি কোণ ৯০ হলে অপর ২টির সমষ্টি ৯০ হবে। তাহলে ত্রিভুজটি সমকোণ হবে।