Solution
Correct Answer: Option D
বর্তমান জাতিসংঘের সদস্য ১৯৩ এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান (সদস্যপদ লাভ ১৪ জুলাই, ২০১১)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ : ৫১টি
- তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো বর্তমানে নেই।
- জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি : ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন।
- কসোভো স্বাধীন রাষ্ট্র হলেও জাতিসংঘ স্বীকৃত বা এর সদস্য নয়।