শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুশারে জ্বলে তা হলো-
Solution
Correct Answer: Option C
ট্রাফিক লাইটের নিয়মিত ক্রম হলো—
- লাল: থামতে হবে
- হলুদ: সতর্ক হতে হবে বা প্রস্তুত হতে হবে
- সবুজ: চলতে হবে
এরপর আবার হলুদ জ্বলে, অর্থাৎ চলাচল শেষ করতে সতর্ক সংকেত, তারপর আবার লাল।
এই ক্রমেই শহরের রাস্তায় ট্রাফিক লাইট জ্বলে:
লাল → হলুদ → সবুজ → হলুদ → লাল