চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র, যার একটি কোনও সমকোণ নয়, এরুপ চিত্রকে বলা হয়?
A বর্গক্ষেত্র
B চতুর্ভূজ
C রম্বস
D সামন্তরিক
Solution
Correct Answer: Option C
- যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু একটি কোণও এক সমকোণ নয় তাদের রম্বস (Rhombus) বলে। রসের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হয়।
- যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে বর্গ বা বর্গক্ষেত্র (Square) বলে।
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে আয়ত বা আয়তক্ষেত্র (Rectuagle) বলে।
- যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান এবং সমান্তরাল তাদের সামন্তিরক বলে। সামান্তরিকের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হয়।
- যে চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাদের ট্রাপিজিয়াম (Trapezium) বলে। এদের বিপরীত কোণগুলো সমান হয় না।