জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা ?
Solution
Correct Answer: Option B
- জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা - ৪০০০০
- বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ পাঁচটি।
- এরমধ্যে নিউমোনিয়ায় মারা যায় ১৮ শতাংশ,
- অপরিণত - শিশুজন্ম জনিত জটিলতায় মারা যায় ১৪ শতাংশ,
- ডায়রিয়ায় ১১ শতাংশ,
- প্রসব জটিলতায় ৯ শতাংশ ও
- ম্যালেরিয়ায় ৭ শতাংশ শিশু মারা যায়।
তথ্যসূত্র:
-The State of the World's Children 2008 (UNICEF)
- Ending Preventable Child Deaths: From Promise to Progress (World Health Organization)