বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে?
A জামালগঞ্জ
B জকিগঞ্জ
C বিজয়পুর
D রানীগঞ্জ
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় ১৯৫৯ সালে বগুড়ায় তেল অনুসন্ধানে খনন কাজ চালানোর মাধ্যমে।
- এই খনন কাজের ফলাফলের ওপর ভিত্তি করে ১৯৬১ সালে জাতিসংঘের সহায়তায় পরিচালিত হয় খনিজসম্পদ জরিপ। আবিষ্কৃত হয় জামালগঞ্জের কয়লা।