বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 'গুগল পে' চালু হয় কবে?
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশে গুগল পে (Google Pay) চালু হয়েছে সিটি ব্যাংক (City Bank)–এর তত্ত্বাবধানে।
- ২০২৫ সালের ২৪ জুন ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর এই সেবার উদ্বোধন করেন। গুগল, সিটি ব্যাংক, মাস্টারকার্ড ও ভিসার যৌথ উদ্যোগে এই ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু হয়েছে।
- প্রথম পর্যায়ে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে তে তাদের কার্ড যুক্ত করে লেনদেন করতে পারবেন।
- সিটি ব্যাংক বাংলাদেশের প্রথম ব্যাংক, যারা গুগল পে-এর সাথে ইন্টিগ্রেট হয়েছে এবং এই সেবা দিচ্ছে। ব্যবহারকারীরা এখন তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Wallet-এ কার্ড যুক্ত করে দেশে ও বিদেশে এনএফসি-সাপোর্টেড POS টার্মিনালে সহজেই ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন। এই সেবার মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে গেল।