`ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি‘- কোন কবির লেখা?
A মাইকেল মধুসূদন দত্ত
B বিহারীপাল চক্রবর্তী
C বন্দে আলী মিয়া
D শাহ্ মোহাম্মদ সগীর
Solution
Correct Answer: Option A
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বঙ্গভাষা' কবিতা থেকে নেয়া হয়েছে। 'বঙ্গভাষা' কবিতাটি একটি সনেট এবং এটি কবির ''চতুর্দশপদী কবিতাবলী''র অন্তর্ভূক্ত।
তাঁর রচিত কাব্য-
-তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
-মেঘনাদবধ কাব্য (১৮৬১)
-ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
-বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
-চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) ইত্যাদি।