একটি পরীক্ষায় জামাল ও কামাল যথাক্রমে ৯০% ও ৮০% নাম্বার পায়। পরীক্ষায় মোট নাম্বার ৮০০ হলে উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান কত?
Solution
Correct Answer: Option C
প্রশ্ননুসারে,
জামাল পরীক্ষায় পায় = ৮০০ এর ৯০%
= ৮০০ এর ৯০/১০০
= ৭২০
কামাল পরীক্ষায় পায় = ৮০০ এর ৮০%
= ৮০০ এর ৮০/১০০
= ৬৪০
উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান = (৭২০ - ৬৪০) = ৮০ নম্বর