‘আ মরি বাংলা ভাষা'- এ চরণে ‘আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Solution
Correct Answer: Option D
[আ] (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
(১) আনন্দ প্রকাশে (আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন);
(২) সুখবোধে (আ কি আরাম!);
(৩) বিদ্রূপে (আ মরণ আর কী!);
(৪) প্রশংসায় (আ মরি! আ মরি! কী শোভা!);
(৫) স্বস্তিতে (আ! বাঁচা গেল।);
(৬) স্মরণে (আ, তাই বটে) ইত্যাদি।
সোর্সঃ accessibledictionary.gov.bd