'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযােদ্ধা হলেন?

A জাহানারা ইমাম

B কাঁকন বিবি

C ফেরদৌসী প্রিয়ভাষিণী

D তারামন বিবি

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে।
- তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে।
- তিনি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে জন্মগ্রহণ করেন।
- উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions