শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
Solution
Correct Answer: Option B
১০০ টাকার ১ বছরের সুদ =৫ টাকা
১০০ টাকার ২০ বছরের সুদ ৫×২০ =১০০ টাকা
সুদে -আসলে =১০০+১০০=২০০ টাকা
সুদাসল ২০০ টাকা হলে আসল ১০০ টাকা
অতএব , সুদাসল ১ টাকা হলে আসল ১০০/২০০ টাকা
অতেব,সুদাসল ৫০,০০০ টাকা হলে আসল (১০০×৫০,০০০)/২০০ টাকা
=২৫০০০ টাকা