যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
A পদ্মা
B বঙ্গোপসাগর
C ব্রক্ষ্মপুত্র
D মেঘনা
Solution
Correct Answer: Option A
হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে যমুনা নদী বাংলাদেশের উত্তর অংশ দিয়ে প্রবেশ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ নামক স্থানে পদ্মার সাথে মিলিত হয়েছে। পদ্মা পরে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।