১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে একদেশ দুই পদ্ধতি নীতি চালু হয়?

A    লাওস

B    ভিয়েতনাম

C    মঙ্গোলিয়া

D    গণচীন    

Solution

Correct Answer: Option D

চীনের সাথে হংকং-এর অন্তর্ভুক্ত হওয়ার সময় হংকং-এর মুক্তবাজার অর্থনীতি বহাল রাখার জন্য এ নীতি গৃহীত হয়। পরবর্তীতে পর্তুগিজ কলোনি ম্যাকাও চীনের অন্তর্ভুক্ত হলে ম্যাকাওতে এ ব্যবস্থা চালু করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions