কোনটি দাক্ষিন এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
A ধর্ম
B জাতি
C সংস্কৃতি
D ভাষা
Solution
Correct Answer: Option C
দক্ষিণ এশিয়ার প্রায় সবদেশে জাতিগত দাঙ্গা বিক্ষুদ্ধ অবস্থায় রয়েছে। ভাষাগত ও ধর্মগত বিরোধও রয়েছে। বাংলাদেশে ‘৫২’ সালে ভাষা আন্দোলন হয়েছে। কেবল সাংস্কৃতিক বিরোধ ততটা উল্লেখ্য নয় এবং কখনো সাংস্কৃতিক বিপ্লবও ঘটেনি।