জার্মানী ব্যতিরকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
A সুইজারল্যান্ড
B পোল্যান্ড
C অষ্ট্রিয়া
D ডেনমার্ক
Solution
Correct Answer: Option C
অস্ট্রিয়ার অফিসিয়াল ভাষা জার্মান। এ দেশের প্রায় সব লোক জার্মান ভাষায় কথা বলে। অস্ট্রিয়ার রাজধানী- ভিয়েনা। অস্ট্রিয়ার পার্লামেন্ট'দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় কাউন্সিল ১৮৩ আসন। কেন্দ্রীয় কাউন্সিল ৬১ আসন