বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
A মাইকেল এঞ্জেলো
B লিওনার্দ্য দ্য ভিঞ্চি
C প্যাবলো পিকাসো
D ভ্যানগগ
Solution
Correct Answer: Option B
লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির বিখ্যাত চিত্রকর। তার জগদ্বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার আরেকটি নামকরা চিত্রকর্ম হলো ‘দ্য লাস্ট সাপার’।