''বউ কথা কও,বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী'' এই কবিতাংশটুকুর কবি কে?
A বেনজীর আহম্মদ
B কাজী নজরুল ইসলাম
C জীবনানন্দ দাশ
D শামসুর রহমান
Solution
Correct Answer: Option B
উল্লেখিত অংশটুকু কাজী নজরুল ইসলামের ‘নজরুল গীতিকা’ সংগীত গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।