সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস সাধারনত ব্যবহার করা হয়?
A নাইট্রোজেন
B হিলিয়াম
C নিয়ন
D অক্সিজেন
Solution
Correct Answer: Option A
বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের ফলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০° C এর বেশি উঠতে পারে না। ফলে ফিলামেন্ট গলে যায় না।