Solution
Correct Answer: Option C
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি। যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর।
- অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য।
যথাঃ
- মিশর
- ইরাক
- কাতার
- আলজেরিয়া
- বাহরাইন
- কমোরোস
- জিবুতি
- কুয়েত
- লিবিয়া
- জর্ডান
- সৌদি আরব
- সিরিয়া
- লেবানন
- ইয়েমেন
- মৌরিতানিয়া
- মরক্কো
- ওমান
- ফিলিস্তিন
- সোমালিয়া
- সুদান
- তিউনেশিয়া
- সংযুক্ত আরব আমিরাত।