উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
A অব্যয়সূচক শব্দাংশ
B স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়
C নতুন অর্থবোধক শব্দ তৈরি করে
D শব্দের অর্থের পূর্ণতা সাধন করে
Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে।
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে।
- উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।
- উপসর্গের মাধ্যমে-
- নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় (সম্+বাদ = সংবাদ);
- শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় (পরি+পুষ্টি = পরিপুষ্টি);
- শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে (সম্+পূর্ণ = সম্পূর্ণ)
- শব্দের অর্থের সংকোচন ঘটে (সু+নজর = সুনজর)।