পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে গোল্ডেন ট্রায়্যাঙ্গেল বলা হয়?

A মায়ানমার-থাইল্যান্ড ও চীন

B মায়ানমার-থাইল্যান্ড ও লাওস

C মায়ানমার- থাইল্যান্ড ও কম্বোডিয়া

D ইরান- আফগানিস্তান ও পাকিস্তান

Solution

Correct Answer: Option B

- মায়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্তের মিলনস্থলকে গোল্ডেন ট্রায়্যাঙ্গেল বলা হয়।
- এই অঞ্চলটি পপি উৎপাদনের জন্য বিখ্যাত।
- এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান পপি চাষের জন্য অনুকূল।
- এ অঞ্চলে দীর্ঘদিন ধরে পপি চাষ হচ্ছে।
- এই অঞ্চলে আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা পপি চাষ ও পাচারকে অনুপ্রাণিত করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions