নিম্নের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
Solution
Correct Answer: Option C
- Group of Seven (G-7) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের প্রধান সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংস্থা।
- ১৯৯৮ সালে এর সদস্য সংখ্যা হয় ৮ এবং এটি জি-৮ নামে পরিচিতি লাভ করে।
- ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া অধিকার করলে রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হয় এবং এর নাম হয় জি-৭।
- বর্তমানে এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, জাপান ও কানাডা।
- জাপান জি-৭ এর অন্তর্ভূক্ত একমাত্র এশীয় দেশ।
ইতিহাসের দিকে এক নজর:
- ১৯৭৫: প্রথম G6 গঠিত হয় (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)
- ১৯৭৬: কানাডা যুক্ত হয়ে G7 হয়
- ১৯৯৮: রাশিয়া যুক্ত হলে হয় G8
- ২০১৪: রাশিয়ার ক্রিমিয়া দখলের পর বহিষ্কার – আবার G7