উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো- 

A প্রায় ১২ ঘন্টা

B প্রায় ৬ ঘন্টা

C প্রায় ২৪ ঘন্টা

D চাঁদের তিথি অনুশারে ভিন্ন

Solution

Correct Answer: Option A

• জোয়ার-ভাটা সৃষ্টির জন্য দায়ী প্রধান কারণ হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ।
• চাঁদ প্রতি 24 ঘণ্টা 50 মিনিট পৃথিবীর চারদিকে ঘোরে।
• এর ফলে, 24 ঘণ্টা 50 মিনিট সময় অন্তর একই স্থানে জোয়ার আসে।
• কিন্তু, পৃথিবীর আবর্তনের ফলে 12 ঘণ্টা 25 মিনিট পর পর জোয়ারের উচ্চতা সর্বোচ্চ হয়।
• সুতরাং, পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান প্রায় 12 ঘন্টা।
উল্লেখ্য যে, উপকূলের অবস্থান, ভৌগোলিক গঠন, জলোচ্ছ্বাস, ঋতু পরিবর্তন ইত্যাদির কারণে জোয়ার-ভাটার সময় ও উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions