কর্কটক্রান্তি রেখা-

A বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়া গিয়েছে

B বাংলাদেশের দক্ষিন সীমান্ত দিয়া গিয়েছে

C বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়েছে

D বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের মানচিত্র অনুযায়ী ঝিনাইদহ, ঢাকা, কুমিল্লার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে।
- কর্কটক্রান্তি রেখার অবস্থান ২৩.৫° উত্তর অক্ষাংশে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions