নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা করেন?

A ৭ জুন ১৯৯৪

B ১১ জুন ১৯৯৪

C ১ জুলাই ১৯৯৪

D ১২ জুলাই ১৯৯৪

Solution

Correct Answer: Option B

- জেনারেল সানি আবাচা ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নাইজেরিয়ার ক্ষমতা দখল করেন।
- ১৯৯৪ সালের ৭ জুন বিরোধী নেতা মাসুদ আবিওলা একটি বিশাল জনসাভায় সানি আবাচাকে অস্বীকার করে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন।
- এই মাসেই তিনি গ্রেফতার হন এবং ট্রায়ালের পর ডিসেম্বরে দেশটির ফেডারেল কোর্ট দেশের জাতীয় স্বার্থ ও সিকিউরিটির স্বার্থে আবিওয়ালাকে জেলে প্রেরণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions