নিম্নের কোনটি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ নয়?
Solution
Correct Answer: Option A
উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ :
- কন্ঠ ব্যঞ্জনধ্বনি,
- তালব্য ব্যঞ্জনধ্বনি,
- মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি,
- দন্ত ব্যঞ্জনধ্বনি,
- ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি ইত্যাদি।
- ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
- চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।