‘তুলার তৈরি’- এককথায় প্রকাশ কী?

A তুলোট

B তুলানি

C তুলাবস্ত্র

D তুলালগ্ন

Solution

Correct Answer: Option A

- ‘তুলার তৈরি’ বা তুলা দিয়ে তৈরি বস্তুকে এক কথায় বলা হয় "তুলোট"

"তৈরি" সম্পর্কিত কিছু এককথায় প্রকাশ:

কাঠের তৈরি → কাষ্ঠ

লোহার তৈরি → লৌহ

সোনার তৈরি → সুবর্ণ

রূপার তৈরি → রৌপ্য

পাথরের তৈরি → প্রস্তর

মাটির তৈরি → মৃন্ময়

চামড়ার তৈরি → চর্মজ

রেশমের তৈরি → রেশমী

তামার তৈরি → তাম্র

খড়ের তৈরি → খর্ব

মেশিনে তৈরি → যান্ত্রিক

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions