Solution
Correct Answer: Option A
- ‘তুলার তৈরি’ বা তুলা দিয়ে তৈরি বস্তুকে এক কথায় বলা হয় "তুলোট"
"তৈরি" সম্পর্কিত কিছু এককথায় প্রকাশ:
কাঠের তৈরি → কাষ্ঠ
লোহার তৈরি → লৌহ
সোনার তৈরি → সুবর্ণ
রূপার তৈরি → রৌপ্য
পাথরের তৈরি → প্রস্তর
মাটির তৈরি → মৃন্ময়
চামড়ার তৈরি → চর্মজ
রেশমের তৈরি → রেশমী
তামার তৈরি → তাম্র
খড়ের তৈরি → খর্ব
মেশিনে তৈরি → যান্ত্রিক