বাংলাদোশের গবাদীপশুতে প্রথম ভ্রুন ব্যবহার করা হয়-

A ৫ মে ১৯৯৪

B ৬ এপ্রিল ১৯৯৪

C ৫ মে ১৯৯৫

D ৭ মে ১৯৯৭

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের গবাদীপশুতে প্রথম ভ্রুন ব্যবহার করা হয় ৫ মে ১৯৯৫ সালে।
- ১৯৯৪ সালের ৬ এপ্রিল: বাংলাদেশে প্রথমবারের মতো ভ্রুণ স্থানান্তরের প্রক্রিয়াটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর গবেষকরা গরুর উপর পরীক্ষা করেছিলেন।
- ১৯৯৫ সালের ৫ মে: BARI-এর গবেষকরা ছাগলের উপর ভ্রুণ স্থানান্তরের প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেন।
- ১৯৯৭ সালের ৭ মে: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)-এর গবেষকরা গরুর উপর ভ্রুণ স্থানান্তরের প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions